ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ২০১৯
নিউজ চরভদ্রাসন||১৩ মে ২০১৯|| ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী। নতুন কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের অধ্যায়নরত শিক্ষার্থী হারুনুর রশিদকে সভাপতি ও ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ শাহ আলমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী। এক বছর মেয়াদে কমিটি ঘোষণা করে এক বিবৃতি প্রদান করেন সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ সোহেল রানা। জানা যায় গত ১১ মে শনিবার এক জরুরি মিটিংয়ে কমিটির বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মন্ডলীর অনুমোদনে ১৩ মে সোমবারে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার তারা উভয়ই সকলের দোয়া চেয়েছেন। তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং সংগঠনকে আরো বেগবান করতে পারেন এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য যে ১৯৯৯ স...