পূণরায় জনসেবা করতে চায় চরভদ্রাসন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান 'তানজিনা আক্তার'


নিজস্ব প্রতিবেদক|চরভদ্রাসন উপজেলাঃ- সারা দেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ফরিদপুরের অন্যান্য উপজেলার মতো চরভদ্রাসন উপজেলায়ও নির্বাচন হওয়ার কথা আছে । বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ১৮ মার্চ ২০১৯ এ ২য় ধাপে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী,তরুণ সমাজসেবক সারোয়ার হোসেনের স্ত্রী 'তানজিনা আক্তার' বিপুল ভোটে জয়ী হয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোন।
এই জয়ের ধারাকে অব্যাহত রেখে তিনি এবারের নির্বাচনেও নিজেকে পার্থী হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বরাবরের মতোই নিজেকে জনগণের পাশে থেকে সেবা করতে চান। তার সাথে সাক্ষাতকারের সময় তিনি বলেন, চরভদ্রাসন উপজেলায় ক্ষুধা ও দারিদ্র্য নিরসন,শিক্ষার উন্নয়ন,জনস্বাস্থ্য উন্নয়ন,পরিবেশ উন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে পূর্বের মতোই কাজ করে যাবেন তিনি। একটি স্থিতিশীল সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। এজন্য তিনি পূনরায় চরভদ্রাসন উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তাকে যেন উপজেলাবাসী পূনরায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করে আবারো এই জনসেবা করতে সহয়তা করে এ আশাই তিনি ব্যক্ত করেন।


এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় মহিলা ভাইস-চেয়ারম্যান 'তানজিনা আক্তার' নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন। তিনি দুঃসময়ে মানুষের পাশে দাড়িয়েছেন। নদী ভাঙন ও বন্যা দূর্গত এলাকার মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছেন তিনি। এই মূহুর্তে তিনি চরভদ্রাসন উপজেলার সবচেয়ে জনপ্রিয় জনপ্রতিনিধি। তিনি শুধু এই নির্বাচনের কয়েকদিন পূর্বেই জনসংযোগ করছেন না,তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনসেবাই তার মূল জনসংযোগ।

ইতিমধ্যে দেখা গেছে তিনি জনসংযোগেে আরো বেশি ব্যস্তসময় পার করছেন। তিনি আশাবাদী জনগণ এবারও তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এই জনসেবা করার ধারা অব্যহত রাখবেন।

উল্লেখ্য যে উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সম্ভাবনা রয়েছে। মনোনয়নপত্র দাখিল-১৮ ফেব্রুয়ারি,
            প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি,
                 যাচাই-বাছাই -২০ ফেব্রুয়ারি,
                  ভোট গ্রহণ -১৮ মার্চ সোমবার ,     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর অকাল মৃত্যু"

ঢাকাস্থ চরভদ্রাসন উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।